প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক হিসেবে আগামী দুই বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও সাহিত্যিক জাফর ওয়াজেদ।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আইন ২০১৮ এর ধারা ৯(২) অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২১ এপ্রিল, ২০২১ খ্রি. অথবা যোগদানের তারিখ থেকে আগামী ২ বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।
আগামী ২ বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. অলিউর রহমান এর স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে।
সাংবাদিকতার জগতে সর্বজন শ্রদ্ধেয় প্রথিতযশা সাংবাদিক জাফর ওয়াজেদ এর সুযোগ্য নেতৃত্বে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আরও উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাবে বলে মনে করছেন সকল সাংবাদিকবৃন্দ।