শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রিধান-৬৭ জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা হিসেবে এ শস্য কর্তন করা হয়।
উপজেলার টালকী ইউনিয়নের রামেরকান্দি গ্রামেরর কৃষক খাইরুল আলম পিন্টুর জমির ব্রিধান-৬৭ পাকা ধান নমুনা হিসেবে কাটা হয়। এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মো. সারোয়ার জাহান শাওনসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে ২০ বর্গ মিটার জমির পাকা ধান কেটে কাঁচা অবস্থায় ১৫.১ কেজি ফলন পাওয়া যায়। এ হিসেব মতে চলতি বোরো মৌসুমে ব্রিধান-৬৭ ধানের ফলন হয়েছে ২৬% আদ্রতায় অর্থাৎ কাঁচা অবস্থায় প্রতি হেক্টরে ৭.৫৫ মেট্রিকটন এবং ১৪% আদ্রতায় অর্থাৎ শুকনা অবস্থায় ফলন হয়েছে প্রতি হেক্টরে ৬.৫ মেট্রিকটন ধান। এতে প্রতি হেক্টরে ৪.২৮ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশাব্যক্ত করেন কৃষি কর্মকর্তাগন।