শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের বোরো মৌসুমের তেজগোল্ড নামের হাইব্রিড জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। ২১ এপ্রিল বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা হিসেবে এ শস্য কর্তন করা হয়।
উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহারিরপাড় এলাকার কৃষক মো. আব্দুল বারেকের জমির তেজগোল্ড জাতের পাকা ধান নমুনা হিসেবে কাটা হয়। এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। এসময় অতিরিক্ত কৃষি অফিসার (এএও) কৃষিবিদ রোকসানা নাসরিন, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ওই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার (এসএএও) জাহাঙ্গীর আলম জাহান ও ফারুক হোসেনসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই ধানের ফলন হয়েছে ২৭.৮% আদ্রতায় অর্থাৎ কাঁচা অবস্থায় প্রতি হেক্টরে ৯.৯০ মেট্রিকটন এবং ১৪% আদ্রতায় অর্থাৎ শুকনা অবস্থায় ফলন হয়েছে প্রতি হেক্টরে ৮.৩০ মেট্রিকটন ধান। এ হিসেব মতে প্রতি হেক্টরে ৫.৫০ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশাব্যক্ত করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।