শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক আত্মীয়ের জানাজা নামাজ শেষে নিজের বাড়ি ফিরার পথে নিজের চালিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিন (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রহুল আমিন উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ঝিনাইগাতী উপজেলা মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।
নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রুহুল আমিন উপজেলার ধানশাইল গ্রামে এক নিকট আত্মীয়ের জানাজা শেষে সন্ধ্যায় ঝিনাইগাতী বাজারে আসার পথে নয়াগাঁও মসজিদ সংলগ্ন এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে রুহুল আমিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নকলা উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।