মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২৪৮ বার পঠিত

শেরপুরের সদর উপজেলায় শাহানা বেগম (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহানা উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর টানকাছার গ্রামের আয়নাল হকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, শাহানা বেগমের স্বামী আয়নাল হক সৌদি আরবে থাকেন। শাহানা তার তিন ছেলেকে নিয়ে মুন্সিরচর টানকাছার স্বামীর গ্রামের বাড়িতে থাকতেন। বোরো ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে শাহানার সঙ্গে তাঁর স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর সাথে তর্কাতর্কি হয়। এ ছাড়া টাকা-পয়সার লেনদেন নিয়েও তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এসব বিষয় নিয়ে শাহানার মনে ক্ষোভ-অভিমান ছিল। এথেকেই শাহানা বেগম আত্ম হত্যার পথ বেছে নিয়েছেন বলে এলাকাবসী মনে করছেন।

জানা গেছে, ভোর রাতে শাহানার বড় ছেলে সাঈদ ঘুম থেকে জেগে দেখেন, তাঁর মা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে শাহানাকে ঝুলতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন শাহানাকে গাছ থেকে মাটিতে নামানোর পরপরই তিনি মারা যান।

এ ব্যাপারে কাউকে অভিযুক্ত করে কোন প্রকার মামলা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে দুপুরের দিকে শাহানা বেগমের বড় ছেলে সাঈদ বলেন, মামলা করা বা না করার বিষয়টি পরে জানানো হবে, তবে তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, সুরতহাল প্রতিবেদনে মৃত শাহানার গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শাহানা বেগম আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।