শেপুরের নকলা উপজেলায় করোনার ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনা তৈরির পাশাপাশি পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবানসহ বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল মঙ্গলবার প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে জনসচেতনা মূলক সভা ও শহর ঘুরে ঘুরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোমানা জান্নাত, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন ও সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রাখি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি’ এমন বিভিন্ন শ্লোগানে নকলা পৌর শহরের ঝুমুর সিনেমা হল মোড়, নালিতাবাড়ি মোড়, কাচারী রোড ও উত্তর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাস্ক ও সাবানসহ বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তারা। করোনা কালীন সময় ব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপ এডমিন প্যানেলের সদস্যরা।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনের পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারের হাতে প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।