শেরপুরের নকলা উপজেলায় প্রানিসম্পদ মন্ত্রণালয়, প্রানিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংসসহ প্রণীজ পুষ্টি উপাদান ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১ এপ্রিল রবিবার নকলা উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল আহাদ এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় বক্তারা বলেন, করোনা কালীন সময়ে খামারীরা যেন লোকসানে না পরেন এদিকে লক্ষ রেখে দুধ, ডিম ও মাংসসহ প্রণীজ পুষ্টি উপাদান নায্য মূল্যে বিক্রি করতে পারেন, তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ভোক্তা সাধারণরা যেন হাতের নাগালে তথা সহজেই প্রয়োজনীয় প্রাণীজ পুষ্টি উপদান পায় সেদিকে খেয়াল রেখে এমন কর্মসূচি হাতে নিয়েছে প্রানিসম্পদ মন্ত্রণালয়, প্রানিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন কর্তৃপক্ষ।
এ কার্যক্রম করোন কালীন সময়সহ সারা রমজান মাস ব্যাপী চলমান থাকবে বলে আশাব্যক্ত করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল আহাদ। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন উদ্যোগতা ও ডেইরি ফারমার্স এসোসিয়েশন নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এসময় সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন নকলা উপজেলা শাখার কোষাধ্যক্ষ পারভেজ হোসাইনসহ উপজেলা প্রাণী সম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন নকলা উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় হাস, মুরগি ও দুগ্ধ খামারীরা, স্থানীয় বেশ কিছু ভোক্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৭ এপ্রিল থেকে সারাদেশ ব্যাপী ভ্রাম্যমান গাড়িতে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু শুরু হওয়া ন্যায্যদামে সারা বাংলাদেশের ন্যায় নকলা উপজেলাতেও ভ্রাম্যমান দুধ ও মাংসসহ প্রণীজ পুষ্টি উপাদান বিক্রি শুরু করা হয়েছে।