শেরপুর জেলার নকলা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শতভাগ ভাতার আওতায় বয়স্ক নারী-পুরুষ ও বিধবা নারীদের মাঝে ভাতার নতুন কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৭ এপ্রিল বুধবার সকালে উপজেলার উরফা ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতার নতুন কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোখলেছুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী মো. ছায়েদুর রহমানসহ ইউনিয়নের ৫ শতাধিক বয়স্ক নারী-পুরুষ ও বিধবা নারী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন সমাজ কর্মী মো. ছায়েদুর রহমান জানান, উরফা ইউনিয়নে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা কর্মসূচিতে ৬২৫ জনকে নতুন ভাতার আওতায় আনা হয়েছে।