করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধে ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে লকডাউন চলছে। লকডাউন কার্যকরে প্রশাসন তৎপরতার সহিত দায়িত্ব পালন করছেন। লকডাউনের দ্বিতীয় দিন ৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার পূর্ব পর্যন্ত শেরপুর জেলার নকলা উপজেলায় লকডাউন অমান্য করায় দুই দোকানদার, বেসরকারি এক ব্যংকের এক সেবাদাতা ও এক সেবা গ্রহীতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান লকডাউন না মেনে দোকান খোলার অপরাধে এক দোকানদারকে এক হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এক দোকানদারকে এক হাজার টাকা ও ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক সেবাদাতা ও এক সেবা গ্রহীতাকে ২০০ টাকা করে মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
সপ্তাহব্যাপী এ লকডাউন কার্যকর করতে জনগনকে সচেতন করার লক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা প্রচারনা চালাচ্ছেন। তাছাড়া লকডাউন কার্যকর করতে সোমবার সকাল থেকেই নকলা শহরের বিভিন্ন রাস্তার মোড়সহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, লকডাউন চলাবস্থা কালীন সময়ে এ ধরনের আদালত পরিচালনা অব্যাহত থাকবে।