মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

শেরপুরে জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের স্মরণে সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৯১ বার পঠিত

‘নীতির প্রশ্নে আপোসহীন’ অঙ্গীকারে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মহাপ্রয়াণ উপলক্ষে শেরপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল বৃহস্পতিবার রাতে নবপ্রতিষ্ঠিত শেরপুর ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ও শেরপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা জাসদের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক-প্রকাশক মুহাম্মদ আবু বকর, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, কবি সংঘ সভাপতি বিশিষ্ট কবি-সাংবাদিক তালাত মাহমুদ, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ.স.ম সোহেল নয়ন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, মহিউদ্দিন সোহেল, রেদওয়ানুল হক আবীর প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী ও সাংগঠনিক সম্পাদক সাকিল মোরাদসহ অন্যান্য সদস্যবৃন্দ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, জাসদ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম নিশানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন সূর্যের মতো উজ্জল নক্ষত্র। তিনি ছিলেন দেশের মানুষের ও সাংবাদিক সমাজের উজ্জল বাতিঘর’। সারাজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি। জনকণ্ঠে তার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। কাজেই তাকে হারিয়ে দেশ এক অমূল্য সম্পদকে হারিয়েছে। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের আত্মার মাগফেরাত কামনায় একমিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে তার আত্মার শান্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।