শেরপুর জেলার নকলা উপজেলায় একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত ও প্রতিষ্ঠিত “নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা” এর সদস্যরা তাদের কাজের মাধ্যমে দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের পথ চলার সহায়ক হিসেবে পরিচিতি পেয়েছে।
এ সংস্থার সদস্যদের আর্থিক সহায়তায় জেলা-উপজেলার অগণিত দরিদ্র মেধাবী শিক্ষার্থী স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা চালিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশি এ সংস্থার সদস্যরা নিজ উপজেলা নকলার দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করার মাধ্যমে সকল প্রতিবন্ধীদের চলাচলের সহায়ক হতে কর্মসূচি হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার পক্ষ থেকে উপজেলার দুধেরচর গ্রামের প্রতিবন্ধী শিশু হাসানকে হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে হাসান ও তার মা অনেক খুশি। এটি ছিলো সংস্থার ৩০ তম হুইল চেয়ার বিতরণ।
এসময় নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ও নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, সংস্থা ও নকলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন শ্যামল ও মো. সুজন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
হাসানের মা জানান, এতোদিন টাকার অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারছিলেনা, তাই হাসানকে সারাদিন বিছানায় শুয়ে থাকতে হতো। এই হুইল চেয়ার পেয়ে খুব খুশি বলে তিনি জানান। তিনি আবেগাপ্লুত হয়ে দুইহাত তুলে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক আবু শরীফ কামরুজ্জামান শরীফের জন্য দোয়া করেন।
সংস্থার সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রতিবন্ধী শিশুদের মুখের হাসিটাই আমাদের বড় চাওয়া। সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, হাসানের মতো প্রতিবন্ধীদের মুখের হাসি ফোটানোই আমাদের লক্ষ ও উদ্দেশ্য। উপজেলার সকল দরিদ্র অসহায় প্রতিবন্ধীরা হুইল চেয়ার না পাওয়া পর্যন্ত “নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা” এর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানান।