শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

 নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৬৯ বার পঠিত

শেরপুর জেলার নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা,  এলজিইডি প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, সমবায় অফিসার বাহা উদ্দিনসহ উপজেলায় কর্মরত সকল দফতর প্রধানগন, গনপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, টালকী ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদ্দি, চন্দ্রকোণা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সিনিয়র সাংবাদিক হযরত আলী ও সাংবাদিক শফিউজ্জামান রানা প্রমুখ। এসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সভায় উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় বিস্তারিত আলোচনাসহ চলমান করোনা ভাইরাস (কোভিট-১৯)-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয়, ইসলামের নামে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী চক্রের কার্যক্রমের প্রতি নজর রাখার জন্য সকলের সুদৃষ্টি কামনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি অবহিত করণ বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন। এরপরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।