শেরপুর জেলার নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন; সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মো. মোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।