শেরপুর জেলার নকলা উপজেলায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আরোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) আম্বিয়া খাতুন, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা কৃষক লীগরে আহবায়ক আলমগীর আজাদ প্রমুখ।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নকলা উপজেলা শাখার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, সমবায় অফিসার বাহা উদ্দিন, সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাত, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী সাইমুন শাহনাজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
২০১৭ সাল থেকে ২৫ মার্চ দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার রাত ৯ টার সময় সারা দেশের ন্যায় নকলা উপজেলায় আলো নিভিয়ে ১ মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে।