শেরপুর জেলার নকলায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উপলক্ষে ১০ দিন ব্যাপী ঘোষিত কর্মসূচির ৭ম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতালেন উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি-বেসকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগন।
২৩ মার্চ মঙ্গলবার উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে মুজিবশতবর্ষ (মুক্তমঞ্চ) মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০ টা পর্যন্ত।
যেসকল দফতরের কর্মকর্তারা গান পরিবেশন করেন তাঁরা হলেন- উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি অফিসার হযরত আলী, পরিবহন শ্রমিক নেতা শাহীন আলম, পুলিশ বিভাগের এসআই শরীফ উদ্দিন, নকলা শিল্পকলার সঙ্গীত প্রশিক্ষক বজলুর রশিদ, এসডিএফ’র কর্মকর্তা তরিকুল ইসলাম, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামাল উদ্দিন প্রমুখ। এছাড়া নৃত্য পরিবেশন করেন মারিয়া জান্নাত নিঝুম ও তার দল, কৌতুক উপস্থাপন করেন মো. হানিফ উদ্দিন এবং শিশু শিল্পীদের মধ্যে শিমু, মুক্তা, গোধুলীসহ অনেকে গান পরিবেশন করেন।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারী বিভিন্ন দফতরের শিল্পী কর্মকর্তাসহ সরকারি হাজি জালমাহমুদ কলেজের অধ্যক্ষ মো. আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা যুবউন্নয়ন অফিসার মকবুল হোসেন, সমবায় অফিসার বাহা উদ্দিন, মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের সভাপতি আজহারুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক মীর মোতালেব হোসেন শিপন, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, সহ-সভাপতি ফরিদুল আলম; নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রাইসুল ইসলাম রিফাত; এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রেমী অগণিত দর্শক শ্রুতা ৭ম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।