শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরিধান না করায় ২৬ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৪ মার্চ বুধবার দুপুরে নকলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।
আদালতের নির্বাহী বিচারক জাহিদুর রহমান ৮ টি মামলা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ১৮ টি মামলা পরিচালনা করে জরিমানার ৩ হাজার ৬০০ টাকা নগদ আদায় করেন। অন্যদিকে এক ব্যক্তিগত গাড়িতে থাকা ১১ জনের মধ্যে ৯ জনের মুখে মাস্ক না থাকায় যাত্রীদের মধ্যে একজনকে দিয়ে এক বক্স মাস্ক কিনিয়ে যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।
আদালত পরিচালনা কালে পরিবহন শ্রমিক, দোকানি, ব্যবসায়ী ও পথচারীদের করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার পাশাপাশি মাস্ক পরিধানে সচেতন করা হয়। এসময় পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও এর প্রভাব সম্পর্কে সকলকে অবহিত করা সকলের নৈতিক দায়িত্ব। তাই নিজে মাস্ক পরিধান করে অন্যকে মাস্ক পরিধান করতে সকলকে সচেতন করা উচিত বলে মনে করেন তাঁরা। তাঁরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।