শেরপুর জেলার নকলা উপজেলায় তিনটি করাতকলের মালিককে প্রতিজনে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন না নিয়ে করাতকল চালানোর দায়ে তাদের ওই জরিমানা করা হয়। আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ মোতাবেক এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।
২২ মার্চ সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার জালালপুর এলাকার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নির্দেশে উপজেলার লাইসেন্সবিহীন অবৈধ ৩টি করাতকলে অভিযান চালানো হয়। এসময় মোবাইল কোর্ট বসিয়ে ৩টি করাতকলের মালিকদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা ওয়ালি উল্লাহ মতিন এবং পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এসময় পৌরসভার কাউন্সিলর ফরিদ আহম্মেদ লালনসহ পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন করাত কলের মালিক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, বৈধ লাইসেন্স না থাকার কারণে ৩ করাত কলের ৩ মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালোনোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। যে সমস্ত করাতকলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান।