শেরপুর জেলার নকলা উপজেলায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর নূতন জীবন কমিউনিটি সোসাইটি (এনজেসিএস) অফিস ভবন উদ্বোধন করা হয়েছে।
এনজেসিএস নকলা উপজেলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও এসডিএফ’র সহযোগীতায় ২১ মার্চ রবিবার আনুষ্ঠানিক ভাবে এ ভবন উদ্ভোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ’র চেয়ারম্যান মো. আব্দুস সামাদ ফারুক।
উদ্বোধন শেষে এনজেসিএস মিলনায়তনে এসডিএফ’র শেরপুর জেলা সমন্বয়ক শহিদুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও জান্নাতুল শিখার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণলয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ’র চেয়ারম্যান মো. আব্দুস সামাদ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে এসডিএফ সদস্য নাসিমা বেগম ও মাহফুজা বেগম নিজেদের জীবনের মানউন্নয়ন মূলক কাজ সম্পর্কে ও উদ্যোক্তা হওয়ার পেছনে এসডিএফ’র ভুমিকাসহ গল্প তোলে ধরেন। এসময় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য, এলাকার গন্যমান্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।