শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

নকলায় করোনা বিষয়ক গনসচেতনতা কর্মসূচি ও মাস্ক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৭১ বার পঠিত

শেরপুর জেলার নকলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় পুলিশ বিভাগের উদ্যোগে গনসচেতনতা কর্মসূচি পালনকরাসহ জনসাধারণের মাঝে সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে তদন্ত কর্মকর্তা মো. আবুল হাসিমের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়।

এ আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মো. আব্দুল হান্নান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, টিআই শাহাবদ্দিন, নকলা থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব কুমার ভৌমিক, এএসআই রতন চৌধুরিসহ অন্যান্য পুলিশ সদস্য; স্থানীয় গন্যমান্য, পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পরে সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সহস্রাধিক জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় অতিথিবৃন্দ ছাড়াও স্বেচ্ছাসেবক আবু হামযা কনক, শাওন হাসান, কামাল মিয়া, নাজমুল হাসান নাঈম, আল আমিন আকন্দ, আনহার, জিসান, শিহান, রাজু, রাসেল, সুজন, কাইয়ুম, অনন্ত, জুনায়িদ, অনিক, রিক্সন, তাফসির, রতন, স্বাধীন, মজিদ, স্বপনসহ অনেকেই এসকল মাস্ক বিতরণে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।