রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

১৭ মার্চ উপলক্ষে নকলায় মনোমুগ্ধকর আতশবাজিসহ বর্ণাঢ্য আয়োজন

নকলা (শেরপুর) পতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৪৬ বার পঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলায় মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শেরপুরের নকলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ১৭ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে মুজিবশতবর্ষ মুক্তমঞ্চে জন্ম দিনের কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা, উপজেলা সমবায় অফিসার বাহা উদ্দিন, উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাতসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্ধসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিকেলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ১০১ টি মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শন করা হয়।

অন্যদিকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়া উপজেলা যুবলীগের আয়োজনে জন্ম দিনের কেকা কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।