বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলা প্রেসক্লাবের নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৩০ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন প্রেসক্লাব নির্বাচন কমিশন। ১৮ মার্চ বৃহস্পতিবার প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৭ টার দিকে প্রেসক্লাব নির্বাচন কমিশন এসকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, প্রচার প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে ১ জন ও দপ্তর সম্পাদক পদে ১ জন।

বৈধ মনোনয়নপত্রের ভিত্তিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। তাছাড়া কোষাধ্যক্ষ, প্রচার প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ১ জন করে বৈধ মনোনয়নপত্র থাকায় এ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ জন নির্বাচিত হতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।

আগামী ২০ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।