শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন প্রেসক্লাব নির্বাচন কমিশন। ১৮ মার্চ বৃহস্পতিবার প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৭ টার দিকে প্রেসক্লাব নির্বাচন কমিশন এসকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, প্রচার প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে ১ জন ও দপ্তর সম্পাদক পদে ১ জন।
বৈধ মনোনয়নপত্রের ভিত্তিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। তাছাড়া কোষাধ্যক্ষ, প্রচার প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ১ জন করে বৈধ মনোনয়নপত্র থাকায় এ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ জন নির্বাচিত হতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।
আগামী ২০ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।