শেরপুর জেলার নকলায় উপজেলায় পূর্ব টালকী গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন। ১৬ মার্চ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা প্রশাসন এবং আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক-এর যৌথ আয়োজনে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি। এতে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার শেরপুরের উপপরিচালক এ.টি.এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদির মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদ, নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, টালকী ইউপির চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দিসহ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নকলা উপজেলায় কর্মরত বিভিন্ন দফর প্রধান, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা ও উঠান বৈঠক শেষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি ‘ক’ শ্রেণির গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তাছাড়া আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শনের পাশাপাশি এ প্রকল্পের সমতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও নকলা পৌরসভা পরিদর্শন করেন তিনি।