শেরপুর জেলার নকলা উপজেলায় গরু ছিনতাই করতে না পেরে গরুর মালিক লিটন মিয়া (৩৫) কে ছিনতাইকারীরা গলায় ছুরিকাঘাত করায় গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। লিটন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়খোলা গ্রামের আসমত আলীর ছেলে।
জানা গেছে, আহত কৃষক গতরাতে উপজেলার পাঠাকাটা গরুর বাজার থেকে একটি গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। গরু ছিনতাই করে নেওয়ার সময় কৃষক লিটন বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, তিনি এ বিষয়ে লোকমুখে শুনেছেন। কিন্তু কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।