শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গরু বোঝাই ভটভটি উল্টে নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। ৯ মার্চ মঙ্গলবার শহরের কালিনগর এলাকায় নাকুগাঁও স্থলবন্দরের বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামের নওশের আলীর ছেলে গরু ব্যবসায়ী আমিনুল ইসলাম (৪০) ও নূর ইসলামের ছেলে আবু সামা (৪৫)।
জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নালিতাবাড়ী থেকে গরু কিনে ভটভটিযোগে ঝিনাইগাতী যাচ্ছিলেন গরু ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার মামা আবু সামা। পথিমধ্যে শহরের অদূরে নাকুগাঁও স্থলবন্দর সড়কের কালিনগর বাইপাস এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝে থাকা কালভার্ট অতিক্রম করার সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক সামান্য আহত হলেও নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমিনুল ইসলাম। গুরুতর আহত আবু সামাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়। আহত ভটভটি চালক পলাতক রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।