বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় ঐতিহাসিক মার্চ উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৩৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ  ও ১৭  মার্চ  উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুরের সার্বিক দিক নির্দেশনায় এ দেয়ালিকাটির সম্পাদনা করেন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম এবং যৌথভাবে প্রকাশনায় ছিলেন শিক্ষক-সাংবাদিক শাহাজাদা স্বপন ও মোফাজ্জল হোসেন।

এতে সার্বিক সহায়তা করেছেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক মুহাম্মদ খুরশেদ করিম শ্যামলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী, ঐতিহাসিক ৭মার্চ, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে প্রবন্ধ, রচনা, ছোট গল্প, কবিতা, ছড়া, চিত্রাঙ্কনসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা দিয়ে এই পত্রিকা সাজানো হয়েছে।

এউপলক্ষে ৯ মার্চ এসএমসি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুরের সভাপতিত্বে দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসাইন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, বিডিক্লিন নকলা টিমের সদস্য মো. সাব্বির আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ দেয়ালিকাতে যাদের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে বিচারকগনের বাছাইয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারন করে তাদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর কর্মজীবন এবং মুক্তিযুদ্ধা বিষয়ক বিভিন্ন বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুরুষ্কার হিসেবে প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।