প্রথম বারের মতো জাতীয় ভাবে সারাদেশ ব্যাপী ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে। এর অংশ হিসেবে শেরপুর জেলার নকলা উপজেলায় ৭মার্চ পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে।
৭ মার্চ রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।