শেরপুর জেলার নকলা উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার মানসিক হতাশাগ্রস্থ ছেলে বাহাদুর মিয়া (২৮) নামে এক যুবকরে আত্মহননের খবর পাওয়া গেছে।
বাহাদুর মিয়া উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দুধের চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। ৬ মার্চ শনিবার দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। ২ সন্তানের জনক বাহাদুর মিয়া পেশায় একজন ট্রলিচালক ছিলেন।
পরিবার সূত্রে হানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে আতাফল গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাহাদুর। রবিবার সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী সুমি বাহাদুরের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে খবর পেয়ে নকলা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীদের অনেকে জানান, বাহাদুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। পারিবারিকভাবে বেশ কয়েকবার ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানেও তার চিকিৎসা চলছিল বলে জানান পরিবারের লোকজন। নিহতের স্ত্রী সুমি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে হতাশায় ভুগছিলেন।
নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান ও পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত বিষয়টি নিশ্চিত করেছেন।