শেরপুর জেলার নকলা উপজেলায় থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১ ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করে শেরপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। ৩ মার্চ বুধবার রাত থেকে ৪ মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- বিদ্যুৎ মামলায় বানেশ্বরদী ইউনিয়নের ইউপি সদস্য বানেশ্বরদী গ্রামের মৃত আব্দুল মতিন আজাদের ছেলে জহির হোসেন, জিআর মামলায় চানবাড়ীর মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া, গৌড়দ্বার এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে আবুল হোসেন, দক্ষিন নকলা এলাকার বিরবল রবিদাসের ছেলে মতি লাল রবিদাস ও মাদক মামলায় কুরশা এলাকার হাসমত আলীর ছেলে আনোয়ার হোসেন। ৪ মার্চ বৃহস্পতিবার তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি বিশেষ অভিযান চালিয়ে ১ ইউপি সদস্যসহ ৫ জনকে আটক গ্রেফতার করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।