শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের প্রথম সভার মাধ্যমে আগামী ৫ বছরের কার্যকাল গণনা শুরু। ৪ মার্চ বৃহস্পতিবার সকালে নকলা পৌরসভার মিলনায়তনে নবনির্বাচি মেয়র ও সকল কাউন্সিলরগনের উপস্থিতিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৪ মার্চ বৃহস্পতিবার থেকেই নবনির্বাচিত পৌর পরিষদের ৫ বছরের কার্যকাল শুরু হলো।
দ্বিতীয় বারেরমতো নির্বাচিত পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও মোছা. সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলীসহ পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, কম্পিউটার অপারেটর মো. রাজিবসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩ মার্চ বুধবার নকলা পৌরসভা মাঠে দ্বিতীয় বারেরমতো নবনির্বাচিত মেয়র ও কাউন্সিররদের দায়িত্ব গ্রহন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন। গত ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।