শেরপুরে তিন দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার সকালে শেরপুর হোটেল আয়সার ইন-এর কনফারেন্স রুমে হিউম্যান রাইডস ডিফেন্ডার ফোরাম (এইচআরডি)-এর আয়োজনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরুজ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালকের প্রধান সহকারী হাসান শরাফত, জনউদ্যোগ শেরপুর জেলা শাখার আহবায়ক মো. আবুল কালাম আজাদ, উদীচী শিল্পী গোষ্ঠীর আবু হান্নান, আইইডি শেরপুর জেলা কো-অর্ডিনেটর মানিক পাল, জেলা প্রোগাম অফিসার শাহ মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, প্রশিক্ষক হরেন্দ্র নাথ সিংহ, সুমুন্ত বর্মন প্রমুখ। শেরপুর জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ২০ যুবক ও যুবনারী এ নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।