শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালন উপলক্ষে এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী জেলার পুলিশ সদস্যদের স্মরণে শেরপুর পুলিশ লাইন্সে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে পহেলা মার্চ সোমবার কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করাসহ আলোচনা সভা, বিশেষ দোয়া এবং নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে পুলিশ বিভাগের পক্ষ হতে উপহার প্রদান করা হয়। শেরপুরের নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরীসহ অন্যান্যরা।
পরে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই নিহতদের স্মরণার্থে ১ মিনিট নিরবতা পালনের পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সবশেষে কর্তব্যরত অবস্থায় নিহত জেলার ১৭ জন পুলিশ সদস্যদের স্বজনদের হাতে জেলা পুলিশের পক্ষ হতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় ইন সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরের কমান্ডেন্ট আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া,ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, নিহত সার্জেন্ট আহাদের ভাই সাংবাদিক এম.এ হাকাম হীরা, ডিবি শাখার অন্যান্য কর্মকর্তাগন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেলার ১৭ জন জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের স্বজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।