মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

শিক্ষকতাকে নোবেল পেশায় প্রতিষ্ঠা করতে শেরপুর এসপির আহবান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪০৯ বার পঠিত

শিক্ষকতাকে নোবেল পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সকল শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ হাসান নাহিদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষকতা একটি নোবেল পেশা, এই পেশাকে নোবেল পেশা হিসেবেই প্রতিষ্ঠা করুন।

জেলা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত শেরপুর পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন-এ প্রধান শিক্ষক হিসেবে স্বনামধন্য শিক্ষক আবুল কালাম আজাদের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের প্রতি এ আহবান জানান তিনি।

এছাড়া মানসম্মত শিক্ষা কার্যক্রম চালিয়ে পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনকে জেলার মধ্যে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানান।

পহেলা মার্চ সোমবার পূর্বাহ্নে নবারুণ স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সংগঠক আবুল কালাম আজাদ “পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন” নামক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্রতিষ্ঠানটির মিলনায়তনে নবনিযুক্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুলিশ লাইন্স একাডেমির সভাপতি পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ অন্যান্যরা।

নবনিযুক্ত প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া প্রমুখ।

সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এ প্রতিষ্ঠানটিকে সাফল্যের সর্বশিখরে পৌঁছাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।