শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত গম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পহেলা মার্চ সোমবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী ব্লকে বারি গম-৩৩ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার মো. আশরাফুল আলমসহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলতি মৌসুমে উপজেলায় ১২০ হেক্টর জমিতে গম চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিলো। কিন্তু কৃষকদের আগ্রহ ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা দেওয়ার ফলে লক্ষ মাত্রার চেয়ে অর্জন প্রায় দ্বিগুণ হয়েছে (২৩০ হেক্টর জমিতে)। এবার মৌসুমের শুরুতে সঠিক সময়ে জমির জো না আসায় উপজেলার কিছু নামা এলাকার কৃষকরা গমের আবাদ করতে পারেননি। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উপজেলায় গমের আবাদ আরও বাড়তো বলে তিনি জানান।