সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শেরপুরে বিজ্ঞান বিতর্ক উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

শেরপুরে সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শনিবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে এবং এসডিডিএফ ও বিডিএফ এর সহযোগিতায় এ জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস এ বিতর্ক অনুষ্ঠান উদ্বোধন করেন। শেরপুর জেলার ৮ টি স্কুলের বিতর্ক দল এই উৎসবে অংশগ্রহণ করেন। পরে বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে এসডিডিএফ’র সভাপতি সমকাল জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর জেলার সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হাসনা হেনা, সমকাল সুহৃদ সমাবেশ শেরপুরের সভাপতি বরকত উল্লাহ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তারেক, মডেল গার্লস ইন্সটিটিউটের শিক্ষিকা আকলিমা আক্তার প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিক দলের দলনেতা ও অন্যান্যদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।