শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৬নং হাতিবান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: নুরুল আমিন দোলা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় মরহুমের নিজ বাড়ীতে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত জানাযা নামাজে শরিক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হইয়াছে।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বুধবার থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে, স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল আমিন দোলার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদা ভাবে গভীর শোক প্রকাশের পাশাপশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।