৩৮ তম বিসিএস-এ কৃষি ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ অঞ্চলে নবযোগদানকৃত কৃষি সম্প্রসারণ অফিসারদের বরণ ও তাদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের কনফারেন্স রুমে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক (সংস্থাপন ও উন্নয়ন) ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে নবযোগদানকৃত কৃষি সম্প্রসারণ অফিসারদের বরণ ও তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলরে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ।
এসময় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান লাভলু, শেরপুরের উপপরিচালক ড. মোহিত কুমার দে, নেত্রকোনার উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান, জামালপুর জেলার উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, প্রশিক্ষণ কর্মকর্তা ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজসহ ৩৮ তম বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ অঞ্চলে নবযোগদানকৃত কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবযোগদানকৃত কৃষি সম্প্রসারণ অফিসারদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের নিয়ে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।