শেরপুর জেলার ১০৫ সাংবাদিক পেলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সনদ। ৩টি ব্যাচের প্রতিটিতে ৩৫ জন করে মোট ১০৫ সাংবাদিককে সাংবাদিকতা বিষয়ে পিআইবি’র উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়।
এর অংশ হিসেবে শেষ ব্যাচের ৩৫ জনকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে সমাপন অনুষ্ঠান ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব। এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক শাহ আলম সৈকতসহ এ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহণকারী জেলার ৩৫ জন প্রশিক্ষণার্থী সাংবাদিক উপস্থিত ছিলেন।
সমাপন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা ৩ দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করা সাংবাদিকদের হাতে পিআইবি’র সনদপত্র তুলেদেন। প্রশিক্ষণের শেষ দিনের প্রশিক্ষক হিসেবে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের সাংবাদিক মুঞ্জুরুল করিম পলাশ, কোর্স কো-অর্ডিনেটর, পিআইবি’র প্রশিক্ষক প্রথিতযশা সাংবাদিক শাহ আলম সৈকত।
এ প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করার পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, রিপোর্ট তৈরিতে প্রয়োজনীয় বিষয়ের ও বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্ব সম্পর্কে অবহিতকরণ করা হয়। এছাড়া সাংবাদিকতার নীতিমালা, আইন-কানুন, সূত্র, উৎস সম্পর্কেও সম্যক আলোকপাত করা হয়।
উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় জেলার তৃতীয় ব্যাচের এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং-এ দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন; এ কর্মশালা চলে ২০ ফেব্রুয়ারি শনিবার বিকেল পর্যন্ত। এরও আগে ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯ টার সময় প্রথম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়; ওই প্রশিক্ষণ কর্মশালা ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল পর্যন্ত চলে।
কোর্স কো-অর্ডিনেটর, পিআইবি’র প্রশিক্ষক প্রথিতযশা সাংবাদিক শাহ আলম সৈকত জানান, এবার শেরপুর জেলায় ৩টি ব্যাচের ২টিতে ৩৫ জন করে মোট ৭০ জন সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহন করার সুযোগ পান এবং একটি ব্যাচে ৩৫ জন সাংবাদিক অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছেন।