রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা বিএডিসি হিমাগারে বাকৃবি’র হর্টিকালচার বিভাগের শিক্ষার্থীদের একদিন কর্মসম্পাদন ফলাফলে সারাদেশের মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ১ম ও শেরপুর পলিটেকনিক ৭ম ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ভ্যানগাড়ীর চাপায় শিশু নিহত শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী শেরপুরে আসছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৬ বার পঠিত

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর জেলার নকলা ও নালিতাবড়িতে সফরের উদ্দেশ্য ২২ ফেব্রুয়ারি সোমবার রাতে আসছেন।

২২ ফেব্রুয়ারি সোমবার রাত থেকে ২৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫ টা পর্যন্ত সফরের উদ্দেশ্যে ২২ ফেব্রুয়ারি সোমবার রাত ৭টার দিকে সড়ক পথে বাসযোগে নকলার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ১১টার দিকে নকলায় এসে পৌঁছাবেন। বলে সভাপতির সফর সূচি অনুযায়ী জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, ৩ দিনের সংক্ষিপ্ত এ সফরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি নকলা ও নালিতাবাড়ী উপজেলার দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করবেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী জানা গেছে, ২২ ফেব্রুয়ারি সোমবার রাতে সভাপতি মতিয়া চৌধুরী এমপি নকলায় রাত্রিযাপন করবেন।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার সময় উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ শেষ করে সাড়ে ৯টায় নালিতাবাড়ি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১০টায় মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করবেন। সাড়ে ১০টায় নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টার সময় গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১১টায় বানেশ্বরদী ইউনিয়নের বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে, ১২ টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের রাজলহ্মী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা উচ্চ বিদ্যালয় মাঠে, ১টার সময় পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর দেড় টার সময় টালকী ইউনিয়নের বিরিবরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২টায় গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় মাঠে এবং আড়াইটার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে কম্বল বিতরণ করা হবে।

পরের দিন ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টার সময় নালিতাবাড়ির উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাটপাড়া দাখিল মাদ্রাসা মাঠে, সাড়ে ৯টায় কাকড়কান্দি ইউনিয়নের ঘাইলারা উচ্চ বিদ্যালয় মাঠে, ১০ টায় নালিতাবাড়ি ইউনিয়নের কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা মাঠে, সাড়ে ১০টার সময় নয়াবিল ইউনিয়নের নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টায় পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১১টায় নন্নী ইউনিয়নের কন্যাডুবি ঈদগাহ মাঠে, ১২টার সময় রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টায় কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও দাখিল মাদরাসা মাঠে, ১টার সময় বাঘভেড় ইউনিয়নের সন্যাসী ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে, দেড় টায় নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে, ২টার সময় যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচি শেষ করে নকলায় ফিরবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

পরে বুধবার বিকেল ৩টার সময় নকলা হতে সড়ক পথে যাত্রীবাহী বাসে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত ৮টার সময় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে সফর সূচি অনুযায়ী জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।