শেরপুরে র্যাব-১৪ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শেরপুর শহরের নয়ানিবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং ২০১০) এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়। এ অভিযানে ৬৭৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে এরশাদ ও প্রদীপ নামে ২ জনকে আটক করা হয়।
র্যাব-১৪ টিমের কর্মকর্তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের নয়ানীবাজার সোহান স্টোরে সন্ধ্যায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর যৌথ বাবে অভিযান চালায়। এ অভিযানে ৬৭৭ কেজি পলিথিন জব্দ করার পরে এরশাদ ও প্রদীপ নামে দুইজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। পরিবশে অধিদপ্তরের কর্মকর্তাগন জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।