শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় গৃহহীন জামাল উদ্দিন ২০ বছর ধরে রাত কাটান মসজিদে শেরপুর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচার দাবী নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে কীটনাশক ব্যবহারে সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক! নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পৃথিবীর একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণি বিলুপ্তির পথে নকলায় এসএসসি-৯৫ ব্যাচের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন নকলায় শাক সবজি চারার হাটে বেচাকেনার ধুম নকলায় দিন দিন তুলার জনপ্রিয়তা বাড়ছে, এখন তুলা যেন সাদা সোনা

শেরপুরে অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে পিআইবি’র সনদ পেলেন ৩৫ সাংবাদিক

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

শেরপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে জেলার ৩৫ সাংবাদিক সনদ পেয়েছেন।

এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রশিক্ষণ সম্পন্ন করা সাংবাদিকদের হাতে সনদপত্র তুলেদেন।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স সমাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক এম.এ হাকাম হীরা, হাকিম বাবুল, সাবিহা জামান শাপলা প্রমুখ। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষক ও ৩৫ প্রশিক্ষণার্থী সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির গবেষণার গুরুত্ব, অনুসন্ধানী সাংবাদিকতার ধরণ, কৌশল, ধাপসমুহ, বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে অবহিতকরণ করা হয়। এছাড়া সাংবাদিকতার নীতিমালা, আইন-কানুন, সূত্র, উৎস সম্পর্কে আলোকপাত করা হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক, সিনিয়র সাংবাদিক জিয়াউল ইসলাম, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, পিআইবি প্রশিক্ষক শাহ আলম সৈকত প্রমুখ।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।