বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

শেরপুরের লিটন ৩য় বারের মতো পৌরসভার মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪০ বার পঠিত

শেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন নৌকা প্রতীকে ২৯,৬৩৬ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী এ.বি.এম মামুনুর রশিদ পলাশ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮,৭৯৬ ভোট। এ হিসেব মতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএনপির মনোনিত প্রার্থীর চেয়ে ২০,৮৪০ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে শেরপুর পৌসভার মেয়র নির্বাচিত হলেন।

তাছাড়া প্রতিদ্বন্দ্বী অন্য ৫ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার জগ প্রতীকে পেয়েছেন ৭,২৫৫ ভোট, মো. আরিফ রেজা চামচ প্রতীকে পেয়েছেন ৩,৫২০ ভোট, আনোয়ার সাদাত সুইট মোবাইল প্রতীকে পেয়েছেন ৫২৭ ভোট, প্রকৌশলী আতাউর রহমান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩২২ ভোট, আল আমিন ক্যামেরা প্রতীকে ১৭৬ ভোট পেয়েছেন।

১৪ ফেব্রুয়ারি রবিবার রাত ৮ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এতথ্য নিশ্চিত হওয়া গেছে। মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, ৩৫ টি কেন্দ্রর মধ্যে একটি কেন্দ্রের একটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় এ কেন্দ্রের ফলাফল এখনও জানা সম্ভব হয়নি। তবে ওই কেন্দ্রে মোট ভোটার ১,৬১৮ জন। রাজধানী ঢাকা থেকে ইভিএম মেশিনের টেকনেশিয়ান টিম আসার পর সম্পূর্ণ তথ্য জানানো সম্ভব বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ৩৫ টি ভোট কেন্দ্রের আওতায় মোট ভোটার সংখ্যা ৭৫,৭৩৮ জন; এর মধ্যে ৫০,২৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে ৭ মেয়র প্রার্থী, ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৪৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনী সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৩ টিম র‌্যাব, ৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।