ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইন্টাইন্স নামক একজন খ্রিষ্ট্রান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে ২৬৯ সালে কারাবন্দি করেন। বন্দি অবস্থায় তিনি কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তুলেন। এতে তার জনপ্রিয়তা বেড়েসেন্ট ভ্যালেইন্টাইন্স এর জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তকে মৃত্যুদন্ড দেন। সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারী। তার পর ৪৯৬ সালে পোপ জেলাসিয়াস জুলিয়াস সেন্ট ভ্যালেইন্টাইন্স স্মরনে ১৪ ফেব্রুয়ারীকে ভ্যালেইন্টাইন্স দিবস হিসেবে ঘোষণা করেন। এর পরথেকে ১৪ ফেব্রুয়ারী বিশ্বভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিবসে সবাই ভালোবাসার মানুষটিকে কিছুনাকিছু উপহার দিয়ে আসছে। আমিও পাঠক পাঠিকাদের কে কিছু উপহার দিতে চাই, কিন্তু তা সম্ভব হয়ে উঠেনি।
এই বছর ‘আমি তোমাকে ভালোবাসি’ এই কথাটির সংগ্রহে থাকা কয়েকটি ভাষায় অনুবাদ পাঠকদের জন্য আমার ভালোবাসার উপহার হিসেবে দিলাম।
বাংলা- আমি তোমাকে ভালোবাসি।
অসনিয়া- মুই তোমাকে ভাল পাও।
আরবী- আনা ম্যাহেব্বাক।
আইরিশ-তাইম ইনগ্রা লিত।
ইংরেজী-আই লাভ ইউ।
ইতালিয়ান-তি আমো।
ইরানী-মাহু দুন্তাহত দোহ্রাহম।
ইউক্রেনিয়ান-ইয়া কাখয়ু তেবে।
কুরিয়ান-তাঙশিনুল সারান হাইয়ো/নানুন দাংগসিনউল সালাংগ হারনিদা।
কানাডা-নান্নু নিনান্নু প্রীতি সুথিন।
গ্রিক-সাইয়া গাপো।
গুজরাটি-হুতানে পেয়ার কারছু।
চেক-মিলুই ত্যে।
চাইনিজ-ও আই নি।
জুলু-মেনা তান্দা উইনা।
জার্মানী-ইক লিয়েবে দিক।
জাপানী-ওয়াতাশী আনাতা ও আই সিত্তে ইমাছ।
ডাচ্-ইক হু ভ্যান ইউ।
তুর্কি-সেনি সেভিউরম।
তামিল-নান উননাই কাজালিক ক্যারে এন।
তেলুগু-না নে নেনুন প্রেমেষু চুননানো।
পর্তুগিজ-ইউতে আমু।
পোলিশ-কোচাম গিয়ে।
ফরাশি-জ্যঁ তেম।
ফিলিপিনো-মাহাল কিতা/ইনবিগ কিটা।
ফ্রেঞ্চ- ইয়ে তাইমে।
ফার্সি-দুস্তাত দারাম।
বার্মিজ-চিত পা দে/নি নামা চিত্তে।
মালয়ি-সায়া চিন্তাা কামু/আকু চিন্তা কামু।
মালি-বি ফে।
মঙ্গোলিয়ান-চমৎখায়েরতে।
মোজাব্বিক-সাফু ফুনা।
রাশিয়া-ইয়া ল্যুবল্যু তেবিয়া।
লাতিন-তে আমু।
স্প্যানিশ-য়্যু তে আমু।
সিংহলিজ- মামা ওবাটা আছরেই।
সহেলী-নাকু পেন্দা-(নাম)।
হিন্দি-ম্যায় তুমসে পেয়ার করতা হু।
হিব্রু-আনি ওহেব ওটচে(মেয়েকে ছেলে),আনি ওহেব ওটাচ(ছেলেকে মেয়ে)