১৪ ফেব্রুয়ারি রবিবার বিশ্বব্যাপী ভ্যালেইনটাইন্স ডে (বিশ্ব ভালোবাসা দিবস) পালন করা হয়। এর অংশ হিসেবে শেরপুর জেলার নকলা উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকদের সংগঠন নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা ব্যতিক্রমী ভ্যালেইনটাইন্স ডে (বিশ্ব ভালোবাসা দিবস) পালন করেছেন।
নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের তরুণ সাংবাদিকরা খেটে খাওয়া মানুষদের সাথে ভালোবাসার ভাব বিনিময়ের লক্ষে রবিবার বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঢাকা-শেরপুর মহাসড়কের ঝুমুর সিনেমা হল চত্তর থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পর্যন্ত ঘুরে ঘন্টা ব্যাপী চলমান সকল রিক্সা চালকদের হাতে ফুল তুলে দেন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়াসহ অন্যান্য তরুণ সাংবাদিগন উপস্থিত ছিলেন।
রিক্সা চালকদের সাথে ভালোবাসার ভাব বিনিময় শেষে এসকল তরুণ সাংবাদিকরা একে-অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পরে সকলে মিলে চা চক্রে বসেন। এসময় অন্যান্যদের মধ্যে নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. ফুয়াদ হোসেন, নকলা টিভি ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম সুমন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।