শেরপুর জেলার সদর উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের সকল পরিদর্শকরা একযুগে করোনা ভইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুর পরিবার পরিকল্পনার মাঠ পরিদর্শকরা এ টিকা গ্রহন করেছেন। শেরপুর সদর হাসপাতালে সদর উপজেলা পরিবার পরিল্পনার মেডিকেল অফিসার ডা. শারমিন রহমান অমি‘র উপস্থিতিতে এসকল টিকা গ্রহন করা হয়।
যে বা যারা করোনা ভইরাস (কোভিট-১৯)-এর প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন তারা হলেন- পৌরসভায় কর্মরত মো. জাকির হোসেন, কামারেরচর ইউনিয়নে কর্মরত মো. মাছুমবিল্লাহ, চরশেরপুর ইউনিয়নে কর্মরত মো. নবী হোসেন, বাজিতখিলা ইউনিয়নে কর্মরত হাসমত উল্লাহ,গাজীরখামার ইউনিয়নে কর্মরত শরীফ উদ্দিন আহমেদ, ধলা ইউনিয়নে কর্মরত সাজ্জাদুর রহমান, পাকুরিয়া ইউনিয়নে কর্মরত এম.কে জামান, চরমোচারিয়া ইউনিয়নে কর্মরত মো. মোশারফ হোসেন, চর পক্ষীমারী ইউনিয়নে কর্মরত শেখ আব্দুল্লাহ আল সাদী,বলাইরচর ইউনিয়নে কর্মরত মো. তোফাজ্জল হোসেন, রৌহা বেতমারীতে কর্মরত আব্দুল মুমিন ও কামারিয়া ইউনিয়নে কর্মরত মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় শেরপুর সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর সদর উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর জেলার জন্য ৩৬ হাজার ডোজ করোনা ভাইরাস (কোভিট-১৯) এর ভ্যাক্সিন এসেছে। যদিও জেলায় প্রায় ৪০ হাজার ডোজের চাহিদা রয়েছে। সুষ্ঠভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, ৩৬ জন নার্স ও ৭২ স্বেচ্ছাসেবক কাজ করছেন। শেরপুরে প্রথম ধাপে যেসকল ভ্যাক্সিন এসেছে, চলতি বছরের ১৬ এপ্রিলে সেসকল ভ্যাক্সিনের মেয়াদ উত্তীর্ণ হবে।