শেরপুর জেলার সদর উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর শহর থেকে ছেড়ে আসা ট্রলিটি বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় পৌঁছলে মোটারসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ৪টার দিকে ট্রলিশ্রমিক ইউসুফ মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।