শেরপুর সদর উপজেলায় একটি নির্মানাধীন ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আবির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু শেরপুর জেলা শহরের বাগরাকসা মহল্লার কাঁচামাল ব্যবসায়ী একাব্বর মিয়ার ছেলে ও স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিলো।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবির বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নির্মানাধীন পাশ্ববর্তী ৪ তলা ভবনের খোলা ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সতত্য নিশ্চিত জানান, এ বিষয়ে শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশু আবিরের মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম।