১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহে ৩ জনকে যাবজ্জীবন (আমৃত্যু) সাজা, ৫ জনকে ২০ বছরের কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিজ্ঞ বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে এই রায় প্রদান করেন।
১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩ টাযর দিকে যাবজ্জীবন (আমৃত্যু) আসামি ফয়জুল্লাহকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও দেশপ্রেমিকরা রায়ে সন্তুষ্ট হয়ে আনন্দ মিছিল করেন এবং ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধীদের ধিক্কার জানান।
ময়মনসিংহ জেলার গফরগাঁও পাগলা থানার অফিসার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধার সন্তান রাশেদুজ্জামান রাশেদ, জানান ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোপন সূত্রে জানতে পারেন মানবতাবিরোধী অপরাধের মামলার সাজাপ্রাপ্ত আসামী ফয়জুল্লাহ রাজধানী ঢাকার শাহবাগ থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্য নিশ্চিত হয়ে তাৎক্ষণিক শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে তাকে পাগলা থানায় হাজির করা হয়। পরে আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও দেশপ্রেমিকরা সন্তুষ্ট হয়ে আনন্দ মিছিল করেন এবং ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধীদের ধিক্কার জানানো হয়।