শেরপুর জেলার নকলা পৌরসভার দ্বিতীয় বারেরমতো বিপুল ভোটে নির্বাচিত পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনকে লিখিত অভিনন্দন জ্ঞাপনসহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিডি ক্লিন নকলা টিমের সেচ্ছাসেবকগন।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বিডি ক্লিন নকলা টিমের সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বারেরমতো নির্বাচিত পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের নকলা পৌর শহরের গ্রীণ রোডস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নবনির্বাচিত মেয়রের হাতে লিখিত অভিনন্দনপত্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই, জনগনের মাঝে এ সচেতনতা ছড়িয়ে দিতে নির্মল পরিবেশে গাছের বাগানের একটি বড় ওয়ালমেড মেয়রের নিজস্ব অফিসে ব্যবহারের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয়।
অতপর বিডি ক্লিন নকলা টিমের পক্ষে নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান লিটনকে মিষ্টি খাইয়ে দেওয়ার পরে, মেয়রের পক্ষে উপস্থিত সকলেই একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন। এতেকরে মেয়রের নিজ বাসভবনের অফিসে এক আনন্দগন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিডি ক্লিন নকলা টিমের সহ-সমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, সহকারী উপসমন্বয়ক (মিডিয়া এন্ড আইটি) ফজলে রাব্বী রাজন, লজিস্টিক মডারেটর মোকছেদুল মমিন, সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, মো. মোশারফ হোসাইন, এবিএম তাজকেরাতুল আল মেহেদী কাঞ্চন, মোজাহিদুল ইসলাম চৌধুরী, টুটুল আহম্মেদ, মো. আল মামুন, আরিফ রব্বানী, মো. সুজন মিয়া, মো. আনিসুর রহমান আদিল ও বকুল মিয়াসহ বিডি ক্লিন নকলা টিমের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। তাছাড়া অন্যান্যদের মধ্যে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শ্যামলসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সবশেষে সকলের সাথে মতবিনিময়কালে পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন এ সেচ্ছাসেবী সংগঠনের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। তাছাড়া করোনা কালীন সময়ে তথা নকলায় লকডাউন চলাকালে বিডি ক্লিন নকলা টিমের সেচ্ছাসেবকদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সকল কাজের ভূয়শী প্রসংশা করেন তিনি। তিনি বলেন, তোমরা যে কাজ করতেছ তাদেখে অনেকের হিংসা হতে পারে, তারা তোমাদের নিরুৎসাহিত করতে পারে; তাইবলে ভালো কাজের গতি কমানো যাবেনা। পৃথিবীতে নেতিবাচক মনোভাবের লোক আছে বলেই, ইতিবাচক মনোভাবের লোকের কদর দিন দিন বাড়ছে। বিডি ক্লিন নকলা টিমের পরামর্শ সেবাসহ তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসদেন দ্বিতীয় বারেরমতো বিপুল ভোটে নবনির্বাচিত পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন।