শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু চাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৩ ঘন্টা পরে এ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভারত-বাংলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রিপন উপজেলার আন্দারুপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। নিহত রিপন ওই ব্যবসায়ীর বালু উত্তোলন কাজে শ্রমিক হিসেবে ছিলেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পাড় ধ্বসে প্রায় ২০ ফুট গভীর গর্তে বালু চাপা পড়ে সে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে দীর্ঘ সময় চেষ্ট করেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনা স্থলে পৌঁছেন।
দমকল বাহিনীর ষ্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর রাত পৌণে ১০ টার দিকে গর্তের পানি অপসারণ করে বালু শ্রমিক রিপনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়াসহ অনেকে জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।