শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

শ্রীবরদী পৌরসভার নির্বাচনে নৌকার জয়ের লক্ষে যুব সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের লক্ষে যুব সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সোমবার জেলার শ্রীবরদী পৌরশহরের মধ্যবাজারে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবলীগ নেতা-কর্মীদের সমন্বয়ে এ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী উপজেলা যুবলীগের সভাপতি মো. লিয়াকত হোসেনের সভাপিতেত্ব ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইমলাম রুপনের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মির্জা মো. নাসিউল আলম শুভ্র।

এ যুব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট জাকিরুল করিম ইমরান, শেখ রাসেল, প্রকৌশলী আল আমিন, নুসরাত জাহান শিমু, শেরপুর জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সদস্য আব্দুল মতিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র হাফিজুর রহমান লিটন ও শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়া প্রমুখ। বক্তারা শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়ার নৌকা প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।

এসময় নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তাসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, নকলা উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রনজু ও রেজাউল করিম রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. জাহিদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সদস্য শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল ও লিমনসহ জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মির্জা মো. নাসিউল আলম শুভ্র বলেন, নৌকা হলো মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, উন্নত বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার প্রতীক ও আপামর গণমানুষের প্রতীক; তাই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়াকে নৌকা প্রতীকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান। তিনি জানান, তাঁরা কেন্দ্রীয় যুবলীগের সভাপতি অধ্যাপক ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে ও নৌকার টানে ছুটে এসেছেন।

অন্যদিকে সোমবার বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের মধ্যবাজারে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আড়েং। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি, শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আলী লাল, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাঈম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

পরে, তাঁরা শেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া লিটনের পক্ষে অয়োতজিত নির্বাচনী পথ সভায় অংশ গ্রহন করেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।